• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনায় গাছের চারা বিতরণ করলেন শিমুল বিশ্বাস

পাবনা প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৩:২৩ পি.এম.
বিনামূল্যে চারা গাছ বিতরণ করছেন বিএনপি নেতা শিমুল বিশ্বাস । ছবি: সংগৃহিত

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাবনায় বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) দুপুরে এবি ট্রাষ্টের উদ্যোগে আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুল মাঠে এ কর্মসূচি পালন করা হয়। আয়োজন ছিল গাছের চারা বিতরণ কর্মসূচি। কর্মসূচির শুরুতে তা হয়ে যায় রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ট্রাজেডির শোকসভা।

উপস্থিত শিক্ষার্থী-শিক্ষক এবং অতিথিরা শোকাভিভূত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজের ট্রাজেডিতে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের মাঝে ৮ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকে শামছুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মফিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান, ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামসুল আরেফীন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক জাহাঙ্গীর আলম প্রাং, পাবনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান