• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদলের

ফেনী প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৬:০৭ পি.এম.
জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা। ছবি: ভিওডি বাংলা

ফেনী জেলার মোটবী ইউনিয়নে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মোটবী ইউনিয়ন শাখা।

বুধবার (২৩ জুলাই) দুপুরে মোটবী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে বৃত্তিও প্রদান করা হয়।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোটবী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আবুল কালাম মজুমদার বলেন, “এই মেধাবীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া আমাদের সবার দায়িত্ব। ছাত্রদল সবসময় মেধাবীদের পাশে রয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্রদলের সদস্য দেলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন কামরুল ইসলাম। এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাবু মনীন্দ্র কুমার নাথ।

সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, “মোটবী উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের আমরা আজ সংবর্ধনা দিয়েছি। ভবিষ্যতে যেন তারা আরও ভালো ফলাফল করে, সে লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানের শেষাংশে মোটবী ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়—জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়াশোনায় আর্থিক সহায়তা প্রদান করা হবে।

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

বক্তারা বলেন, “সামাজিকভাবে মেধাবীদের সম্মানিত করার এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও অনুপ্রাণিত হবে।” তারা শুধু ভালো ফল নয়, মানবিক মূল্যবোধ নিয়েও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ জেআ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা