• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‎ছাত্রদলের উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ উদ্বোধন

বরিশাল প্রতিনিধি    ২৩ জুলাই ২০২৫, ০৬:২৬ পি.এম.
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ উদ্বোধন

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বুক কর্নার’ স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। জ্ঞান, মনন ও দেশপ্রেম চর্চার লক্ষ্যে গৃহীত এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

বধুবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে এই বুক কর্নারগুলোর উদ্বোধন করা হয়।

‎বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বুক কর্নারগুলো স্থাপন করা হয়েছে। ছেলেদের দুটি আবাসিক হলে—বিজয়-২৪ হলে ‘শহীদ আবু সাঈদ গ্রন্থবাড়ি’ এবং শেরে বাংলা হলে ‘শহীদ ওয়াসিম গ্রন্থাগার’। এছাড়া বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ ও প্রধান ক্যাফেটেরিয়ায় ‘বিজয়ের জয়োগান’ নামে আরও একটও বুক কর্নার স্থাপন করা হয়। এসব স্থানে শিক্ষার্থীরা দৈনন্দিন আড্ডা ও চর্চার পাশাপাশি পাঠাভ্যাসে যুক্ত হতে পারবেন।

‎উদ্যোগটি নিয়ে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. মিজানুর রহমান। তিনি বলেন, “শহীদদের স্মৃতিকে বুকে ধারণ করেই এই বুক কর্নার প্রতিষ্ঠা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা ইতিহাস, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হবে এবং দেশপ্রেমে অনুপ্রাণিত হবে।”

‎শিক্ষার্থীরা জানান, ছাত্রদলের এমন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম বর্তমান সময়ের ছাত্ররাজনীতিতে এক ব্যতিক্রমী উদাহরণ। তারা বলেন, “আন্দোলন ও আদর্শের পাশাপাশি চিন্তা ও চেতনার চর্চাই প্রকৃত ছাত্র রাজনীতি।”

‎শিক্ষার্থীরা আরও জানান ভবিষ্যতেও এমন জ্ঞানচর্চার উদ্যোগ ক্যাম্পাসে মননশীল পরিবেশ গড়ে তুলবে এবং ছাত্রদলের এই কর্মকাণ্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই