• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

বাণিজ্য আলোচনায় যুক্তরাষ্ট্রে যাবে প্রতিনিধি দল: অর্থ উপদেষ্টা

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ জুলাই ২০২৫, ০৯:৪২ পি.এম.
ড. সালেহউদ্দিন আহমেদ। সংগৃহীত ছবি

বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক কিছুটা কমতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, শুল্ক হ্রাসসহ বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফর করবে।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শুল্ক ইস্যুতে লবিস্ট নিয়োগের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, ‘এক্ষেত্রে লবিস্টের প্রয়োজন নেই। কারণ, এটি দীর্ঘমেয়াদি কোনো আলোচনা নয়, আমাদের কাজটি দ্রুত সম্পন্ন করতে হবে। ওরা (লবিস্টরা) অফিসের কাছাকাছিও যেতে পারবে না, নেগোশিয়েশনের প্রশ্নই আসে না।’

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক জানিয়ে তিনি বলেন, ‘সম্প্রতি আমরা শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফসহ বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠানের বকেয়া পরিশোধ করেছি। ইউএস চেম্বার থেকে আমাকে একটি প্রশংসাপত্রও পাঠানো হয়েছে।’

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত তুলে ধরে অর্থ উপদেষ্টা জানান, দেড় লাখ টন সার, ২ লাখ ২০ হাজার টন গম এবং এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়া ও ইউক্রেন অঞ্চল থেকে আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিকল্প বাজারের দিকেও নজর দেওয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রের গমের দাম তুলনামূলক বেশি কি না—এমন প্রশ্নে তিনি বলেন, মূল্য কিছুটা বেশি হলেও গমের প্রোটিনের মাত্রা কিছুটা বেশি, যা আমাদের জন্য উপকারী হতে পারে।

ভিওডি বাংলা/ আরিফ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ কাটা পড়তে পারে
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে: বাণিজ্য উপদেষ্টা
পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো
পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমলো