• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫০ আরোহী নিয়ে রাশিয়ান বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক    ২৪ জুলাই ২০২৫, ০২:৪৪ পি.এম.
যাত্রীবাহী বিমান। সংগৃহীত ছবি

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটি এনগারা এয়ারলাইনের, যা সাইবেরিয়া থেকে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরে যাচ্ছিল।

আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ জানিয়েছেন, বিমানে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। তবে ইমার্জেন্সি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানে থাকা আরোহীর সংখ্যা হতে পারে প্রায় ৪০ জন।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থল চিহ্নিত করতে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ যাত্রীদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

রাশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক বিমান পরিবহন ব্যবস্থায় নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বরফাচ্ছন্ন অঞ্চল ও পুরনো বিমান ব্যবস্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি