• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শেখ হাসিনার ১৫ ড্রাইভারকে প্লট বরাদ্দ: দুদক

   ২৪ জুলাই ২০২৫, ০৬:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকালে শুধু পরিবারের সদস্যদের নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত গাড়িচালকদের জন্যও রাজধানীর ঝিলমিল আবাসন প্রকল্পে জমি বরাদ্দ করা হয়েছিল—এমন তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাম্প্রতিক অভিযানে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দপ্তরে অভিযান চালিয়ে এ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র জব্দ করেছে দুদকের একটি বিশেষ টিম।

দুদক জানায়, ‘অসামান্য অবদানের স্বীকৃতি’ কোটায় সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ জন ড্রাইভারকে বিশেষ বিবেচনায় প্লট বরাদ্দ দেয়া হয়। জব্দ করা নথিতে যেসব চালকের নাম উঠে এসেছে তারা হলেন—সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, নুরুল ইসলাম লিটন, রাজন মাতবর, মাহবুব হোসেন, শাহীন, মতিউর রহমান, নুর হোসেন ব্যাপারী, বোরহান উদ্দিন, বিল্লা হোসেন, মিজানুর রহমান, বাচ্চু হাওলাদার, নুরুল আলম ও নুরুন্নবী।

দুদক সূত্র জানায়, এই ১৫ জন চালকের মধ্যে দুইজনকে তিন কাঠা করে এবং তিনজনকে পাঁচ কাঠা করে জমি বরাদ্দ দেয়া হয়েছে। নথিতে যদিও তাদের "অসামান্য অবদান" কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ নেই।

জানা গেছে, শুধু চালকরাই নয়—উক্ত বরাদ্দের তালিকায় আরও রয়েছেন ৪৫ জন ব্যবসায়ী, ২ জন বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক, কয়েকজন সাংবাদিক, বিচারপতি এবং অন্যান্য পেশার লোকজনও।

বিশেষজ্ঞরা বলছেন, ‘অসামান্য অবদানের স্বীকৃতি’ কোটার অপব্যবহার করে জমি বরাদ্দের এই ধরনের নজির রাষ্ট্রীয় সম্পদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তোলে।

দুদক বলেছে, এসব বরাদ্দ কীভাবে এবং কার সুপারিশে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে কমিশন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া