• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাবনা

গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি    ২৪ জুলাই ২০২৫, ০৭:১৫ পি.এম.

পাবনা গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও কাজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন ঠিকাদাররা।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টায় গণপূর্ত অধিদফতরের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
 
ঠিকাদার রাজা মালিথার সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন, নিয়মবহির্ভূতভাবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফছার উদ্দিন টেন্ডার ছাড়াই স্পেশাল বাংলোতে ১৬ লাখ টাকার নির্মাণ কাজ মেসার্স আঞ্জু ট্রেডার্সকে দিয়েছেন। ইতোমধ্যে সাইটে নিমার্ণ সামগ্রী ফেলা হয়েছে। এছাড়াও তত্ত্বাবধায়ক প্রকৌশলী ৫% কমিশনের বিনিময়ে তার পছন্দের ঠিকাদারকে কাজ দেন। গণপূর্ত অধিদফতরে এখন চলছে নির্বাহী প্রকৌশল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীর মধ্যে অন্তদ্বন্দ্ব। তত্ত্বাবধায়ক প্রকৌশলী শতকোটি টাকার মালিক বনে গেছে বলে জানান ভুক্তভোগী ঠিকাদাররা। তিনি গোপনে কমিশন চুক্তিতে আওয়ামীলীগের ঠিকাদারদের কাজ পাইয়ে দিতে তৎপরতা অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ঠিকাদাররা। 
 
বিক্ষুদ্ধ ঠিকাদাররা মানববন্ধন শেষে গণপূর্ত অধিদফতর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলীর অপসারণ দাবী করেন। এ সময় রিপন হোসেন, আরিফ হোসেন, সোহেল রানা, দেলোয়ার হোসেন, রাজাসহ অর্ধশতাধিক ঠিকাদার উপস্থিত ছিলেন। 
 
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির বলেন, বুধবার আমি অফিসে ছিলাম না। আমার অনুপস্থিতির সুযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কোন টেন্ডার ও লটারী ছাড়া তার পছন্দের এক ঠিকাদারকে কাজের অনুমতি দিয়েছেন। অথচ ওই অনুমতি দেখার এখতিয়ার তার নেই। তিনি বলেন, টেন্ডারের মাধ্যমে কাজ লটারীতে যে পাবে তিনি কাজ করবেন। 
 
এ বিষয়ে জানতে অভিযুক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আফসার উদ্দিনের কার্যালয়ে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। অফিসের স্টাফ বললেন, তিনি অসুস্থ। ঢাকাতে অবস্থান করছেন। মুঠোফোনেও যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
 
ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই