• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়, তাই ভোটে আসতে চায় না

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুলাই ২০২৫, ০৯:৩৮ পি.এম.
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে ফ্যাসিবাদের উত্থানের পথ সুগম করেছেন। তার ‘কঠোর শাস্তি’ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৫ জুলাই) সকালে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের পিতম্বরপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব খোকন বলেন, “যারা নির্বাচন চায় না, তারা পিআর চায়। কারণ তারা তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায়, ভোটকে ভয় পায়। তাই তারা ভোটে আসতে চায় না।”

তিনি আরও বলেন, “দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। তারেক রহমান ডাক দিলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আসবে। তখন আর কোনো পথ খোলা থাকবে না।”

সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম, মাসুদুর রহমান, দেলোয়ার হোসেন পিন্টু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. ইসমাইল হোসেন ও দীন মোহাম্মদ খোকন।

 ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান