• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতে নৌকা ঝুলিয়ে দেওয়া সেই আ. লীগ কর্মী আটক

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৫ জুলাই ২০২৫, ০৯:৫২ পি.এম.

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা রাতের আঁধারে রাস্তার মোড়ে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ময়নাল হক (৩৫)। তিনি উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ার পাড় এলাকার মৃত আকাব আলীর ছেলে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ার পাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে তৈরি একটি নৌকা একটি লম্বা বাঁশের আগায় ঝুলিয়ে রাখা হয়। নৌকাটির সঙ্গে ডিজিটাল ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসহ নিজেদের ছবি লাগানো ছিল। এ কাজে জড়িত ছিলেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫) ও মৃত আকাব আলীর ছেলে ময়নাল হক। তারা দুজনেই স্থানীয় আওয়ামী লীগ কর্মী।

শুক্রবার সকালে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নাল হককে আটক করে এবং নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার ময়নাল হকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে আজ দুপুরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত বারেককে আটকের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/এম 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দোকানের ম্যানেজারের আত্মহত্যা, মালিক কারাগারে
দোকানের ম্যানেজারের আত্মহত্যা, মালিক কারাগারে
ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরে ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড