• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিসোর্ট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১১:২২ এ.এম.
গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি সেখানে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসেছিলেন।

গ্রেপ্তারকৃত জর্জ (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, –গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মৃধা জর্জ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার একাধিক মামলার আসামি।–

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হত্যা মামলার আসামি জর্জ রিসোর্টে অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
চরসাদীপুর ইউনিয়ন পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির