• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

র‍্যাবের গুলিতে পা হারানো লিমনের বাবাকে মারধর

ঝালকাঠি প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ১১:৪৬ এ.এম.
বাবা তোফাজ্জেল হোসেনের সঙ্গে লিমন হোসেন। ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে র‍্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা তোফাজ্জেল হোসেন (৫৫) হামলার শিকার হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইঁদুরবাড়ি গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগী তোফাজ্জেল হোসেন চারজনকে আসামি করে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী মো. ইব্রাহিম হাওলাদার ও আবদুল হাইয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর তারা এবং আরও দুইজন মিলে তাকে ঘিরে ধরে মারধর করেন।

তোফাজ্জেল হোসেনের দাবি, তার ছেলে লিমন হোসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ তুলে নিতে বলেই তাকে হুমকি ও মারধর করা হয়।

এর আগেও জমি সংক্রান্ত বিরোধে ইব্রাহিম হাওলাদারের নেতৃত্বে হামলার শিকার হন তোফাজ্জেল। সেই মামলায় ২০২৪ সালে ইব্রাহিম হাওলাদারকে দুই বছর ও আবদুল হাইকে ছয় মাস কারাদণ্ড দেয় আদালত। এক মাস কারাভোগের পর জামিনে বের হয়ে লিমনের পরিবারকে পুনরায় হুমকি-ধমকি দিয়ে আসছিল বলে অভিযোগ।

তোফাজ্জেল হোসেন বলেন, –ছেলের দায়ের করা অভিযোগ তুলে নিতে অস্বীকার করায় হামলার শিকার হয়েছি। থানায় অভিযোগ দিয়েছি। এর উপযুক্ত বিচার চাই।–

অভিযোগ অস্বীকার করে মো. ইব্রাহিম হাওলাদার বলেন, –জমি নিয়ে বিরোধ থেকেই লিমন মিথ্যা অভিযোগ দিচ্ছে।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, –অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০১১ সালের ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়ায় নিজ বাড়ির পাশে র‍্যাব সদস্যদের গুলিতে পা হারান লিমন হোসেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে র‍্যাব দুটি মামলা দায়ের করেছিল, যেখানে ইব্রাহিম হাওলাদার ছিলেন ১ নম্বর সাক্ষী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই