• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোয়ালন্দে প্রবাসী আল-আমিন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৬ জুলাই ২০২৫, ০৩:২২ পি.এম.
প্রবাসী আল-আমিন হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে চাঞ্চল্যকর প্রবাসী আল-আমিন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) পাবনার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার আমিনপুর থানার কোমরপুর গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলো মৃধার ছেলে শাহ আলী ওরফে শাহ আলম ওরফে আলম শেখ (৩৮) এবং সাগরকান্দি গোবিন্দপুর গ্রামের মো. মোরশেদ সরদারের ছেলে মো. রুবেল সরদার ওরফে দাদা রুবেল (৩৭)।

শনিবার (২৬ জুলাই) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

মামলার বিবরণ অনুযায়ী, নিহত প্রবাসী আল-আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়ণপুর গ্রামের বাসিন্দা। গত ২৫ এপ্রিল সকালে তিনি তার আত্মীয়দের সঙ্গে রাজবাড়ীর ঢালার চরে এক পাত্রী দেখতে যান। দুপুরে ফেরার পথে তার ফুপাতো বোন জামাই মেঘা সরদার তাকে মোটরসাইকেলে করে গোয়ালন্দ উপজেলার রাখালগাছি বাজারে নিয়ে যান।

সেখানে পূর্ব থেকে পেতে থাকা একই উপজেলার আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা ও আরও কয়েকজন চারটি মোটরসাইকেলযোগে এসে আল-আমিনকে মারধর করে এবং ছুরিকাঘাত করে যমুনা নদীতে ফেলে দেয়। পরদিন (২৬ এপ্রিল) সকালে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের মামা লিটন কাজী বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি রাকিবুল ইসলাম জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মাহবুবুল করিম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় পাবনার আমিনপুর থানার কোমরপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১ নম্বর আসামি শাহ আলী এবং সন্দেহভাজন আসামি রুবেল সরদারকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এই মামলায় এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মেঘা সরদার, আব্দুস সালাম ঠান্ডু, জুয়েল রানা, শাকিল এবং ছোট রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা