• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজবাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ১২:০৫ পি.এম.

রাজবাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ আবু হানিফ বিশ্বাস (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের চন্দনী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু হানিফ বিশ্বাস কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলঘাতুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলী বিশ্বাসের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার এসআই আনিচুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা