• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বটি দিয়ে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে কোপালেন স্ত্রী

নড়াইল প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০১:৫২ পি.এম.
আহত বিল্লাল শেখ। ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় পরকীয়ার অভিযোগে স্বামীর গোপনাঙ্গে বটি দিয়ে কুপিয়ে কেটে ফেলার চেষ্টা চালিয়েছেন এক গৃহবধূ।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বয়রা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি বিল্লাল শেখ (৩৩) বয়রা গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। অভিযুক্ত স্ত্রী রুমা বেগম (২৮) দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে। ঘটনার পর পুলিশ রুমাকে আটক করেছে।

জানা যায়, প্রায় ১০ বছর আগে তাদের বিয়ে হয়। সংসারে এক বছরের একটি সন্তান রয়েছে। স্বামীর পরকীয়ার সন্দেহে রুমা দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহে ভুগছিলেন। ওই রাতেই ঘুমন্ত স্বামীর ওপর চড়াও হন তিনি। গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বিল্লাল চিৎকার করে উঠলে পরিবারের লোকজন এসে উদ্ধার করে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসাধীন বিল্লাল বলেন, –রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ রুমা বটি দিয়ে গোপনাঙ্গে কোপাতে থাকে। ঠেকাতে গিয়ে হাতে কাটে। পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়। আমার ১২-১৪টি সেলাই লেগেছে।

তিনি পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, –কোনো কারণ নেই, এমনি এমনি করেছে।–

এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, রুমা বেগমকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
পঞ্চগড়ে টানা ৫ দিন ১০ ডিগ্রির নিচে নামেনি তাপমাত্রা
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই
কোনাবাড়ীতে অগ্নিকাণ্ডে জুট গুদাম-কারখানা-কলোনি পুড়ে ছাই