• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাবনা এক্সপ্রেস’র চালক

সড়ক দূর্ঘটনায় নিহতের মামলায় সানোয়ার গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৩ পি.এম.
গ্রেপ্তারকৃত পাবনা এক্সপ্রেস বাসের চালক সানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত।

পাবনা প্রতিনিধি
পাবনায় সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাস চালক সানোয়ার হোসেন (৪৬) কে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) সকালে পাবনা পৌর সদরের ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বাস চালক সানোয়ার হোসেন জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান রোববার (২৭ জুলাই) বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর বাসচালক সানোয়ারকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দূর্ঘটনা কবলিত পাবনা এক্সপ্রেস নামক বাসের চালক।

ওসি জানান, গত ৪ জুলাই ভোর পৌনে ছয়টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। নারায়নগঞ্জ থেকে যাত্রী নিয়ে পাবনা এক্সপ্রেস নামের পরিবহনটি (যার রেজি নং ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১) পাবনায় যাচ্ছিল। অজ্ঞাতনামা চালক ঘুমের ঘোরে দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে দূর্ঘটনাস্থলে তার নিজ লেন রেখে বিপরীত লেনে উল্টো পথে চলে যায়।

এ সময় পাবনা থেকে ঢাকা অভিমুখী একটি ট্রাক (যার রেজি নং ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসের ৩ জন যাত্রী নিহত হয়। বাসে থাকা কয়েকজন যাত্রী গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। ওই সময় অজ্ঞাতনামা বাস ও ট্রাক চালক পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন ৫ জুলাই মাধপুর হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জামাল উদ্দিন বাদি হয়ে বাস ও ট্রাক চালক দুইজনকে আসামি করে আতাইকুলা থানায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ৯২(১)/৯৮/১০৫ ধারায় দায়েরকৃত মামলা নম্বর-০৫, তারিখ-০৫/০৭/২০২৫।

এরপর গোপন তথ্যের ভিত্তিতে মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এর নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস দল শনিবার সকালে অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত পাবনা এক্সপ্রেস বাসের চালক সানোয়ার হোসেন কে গ্রেপ্তার করা হয়।

ভিওডি বাংলা/এম এস রহমান/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু