• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্দা সাঘাটা থানায়

সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা জেলা প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ০৭:৩৮ পি.এম.

সাঘাটা থানার ভেতরে সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৬ জুলাই) বিকাল ৫ টার দিকে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ থানায় গিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে জনগণ বিচার পাবে কোথায়?” তারা অভিযোগ করেন, সিজু মিয়া থানায় গেলে তাকে হ|ত্যা করা হয়, অথচ পুলিশ বলছে এটি ‘মানসিক ভারসাম্যহীন ’। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা।

বক্তারা, অবিলম্বে হত্যার সঠিক তদন্ত, জড়িতদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে জানানো হয় সিজু মিয়া মোবাইল হারানোর জিডি করতে গিয়ে সাঘাটা থানায় গেলে রহস্যজনকভাবে কর্তব্যরত পুলিশের উপর এলো পাতারি ছুরি কাঘাত করে পালিয়ে যাবার সময় পুকুরে লাভ দেয় এক দিন পড়ে পুকুর হতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি টিম । পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভিওডি বাংলা/ইমন মিয়া/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা