• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ময়মনসিংহ মেডিকেল চিকিৎসকের বিরুদ্ধে রোগীদের দুর্ব্যবহারের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি    ২৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পি.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক ডা. হোসনে আরার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ময়মনসিংহের চরপাড়ায় মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড নিরাপদ হাসপাতালে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

এই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও রোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তিনি রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে প্রায়ই দুর্ব্যবহার করেন। 

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় চরপাড়ায় মেমোরিয়াল ডায়াগনস্টিক সেন্টার এন্ড নিরাপদ হাসপাতালে ব্যক্তিগত চেম্বারে কিছু রোগী দেখেন হোসনে আরা। সেখানে ৭০ বছর বয়সী রোগী নাজমা বেগম টাকা দিয়ে সিরিয়াল নিয়ে এই চিকিৎসকের সাক্ষাতের অপেক্ষায় ছিলেন প্রায় দুই ঘণ্টা। 

চেম্বারের সহকারীরা দুই ঘণ্টা পর জানান, তিনি এখন আর রোগী দেখবেন না। নাজমা বেগমের মতো বয়োবৃদ্ধসহ অনেক রোগীকে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখার পর চলে যেতে বলা হয়। এরপর অন্য আরেক জায়গায় প্রাইভেট চেম্বার করতে যান হোসনে আরা। 

হোসনে আরা বেরিয়ে যাওয়ার সময় রোগীর স্বজনরা অনুরোধ করেন রোগীদের দেখে যেতে। জবাবে হোসনে আরা বলেন, ময়মনসিংহ আরও অনেক ডাক্তার আছে, তাদের নিয়ে দেখান। তিনি রোগী ও তাদের স্বজনদের উপেক্ষা করেন এবং দুর্ব্যবহার করে চলে যান। 

টাকা দিয়ে সিরিয়াল দেওয়ার পরও চিকিৎসক কেন রোগী দেখবেন না— এই নিয়ে একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা হয় এই চিকিৎসকের। পরে উপস্থিত আশপাশের লোকজন মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

এ বিষয়ে হাসপাতালের সহকারীদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করেও ডা. হোসনে আরার বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি