• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

রাজবাড়ীতে চাঁদাবাজী মামলায় বোতল রানা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ১২:৩০ এ.এম.

 রাজবাড়ীতে চাঁদাবাজী মামলার আসামী মোঃ রানা মিয়া ওরফে বোতল রানা (২৫) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রানা জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের নিয়মিত শেখের ছেলে।

রোববার (২৭ জুলাই) বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫)এর নিকট  পুড়া পলাশ, খুর মানিক, বোতল রানা, কুটি বিশ্বাস, লাবলুসহ অজ্ঞাতনামা ৪-৫ জন চাঁদাদাবী করে। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড় টার সময় রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর সিদ্দিক শেখকে চাপাতি ও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে উপুযপরি আঘাত করে। এতে হাত, পা সহ শরীরের বিভ্ন্নি স্থান কাটা রক্তাক্ত গুরুতর জখম করে।

পরে এ বিষয়ে রাজাবড়ী সদর থানায় গত ১৫ জুলাই মামলা দায়ের হয়। মামলার দায়েরের পর রাজবাড়ী সদর থানা পুলিশ ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আসামী গ্রেপ্তারের লক্ষ্যে গত শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে মারামারির কাজে ব্যবহৃত লোহার রড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, মামলার গ্রেপ্তারকৃত আসামী বোতল রানা সহ মোট ৫ জন আসামীর মধ্যে ৩ জন এবং তদন্তে প্রাপ্ত ১ জনসহ ৪ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই