• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পরিচয় মিলেছে ড্রেনে পড়া নারীর, উদ্ধার অভিযান চলমান

গাজীপুর প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ১০:৫৭ এ.এম.
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম জ্যোতি (৩৪)। তিনি রাজধানীর মিরপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

রোববার (২৭ জুলাই) রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজ হন তিনি। চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার চাচাতো বোন নুরজাহান ঐশী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়। রাত আনুমানিক ৮টার দিকে পানির প্রবল স্রোতে পড়ে যান জ্যোতি। ড্রেনের ওপর কোন ঢাকনা ছিল না। এলাকাবাসী অভিযোগ করেছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে অরক্ষিত ড্রেন থাকা নিছক অবহেলার ফল।

ড্রেনে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই শুরু হয় উদ্ধার অভিযান। তবে ড্রেনের গভীরতা, পানির স্রোত এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে স্লাব না সরানোর কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার মো. শাহিন আলম।

তিনি জানান, রাত ১টা ৩০ মিনিটে উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সোমবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান।

নারীকে উদ্ধারে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জ্যোতিকে উদ্ধারে তৎপর রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই