• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ছাত্রদলের সেক্রেটারির পদ পেলেন ছাত্রলীগ নেতা

চট্টগ্রাম প্রতিনিধি    ২৮ জুলাই ২০২৫, ০৭:৫১ পি.এম.
কোলাজ। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এবং চট্টগ্রামের আরও পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। সদ্যঘোষিত আইআইইউসি ছাত্রদল কমিটিতে একজন সাবেক ছাত্রলীগ কর্মীকে সাধারণ সম্পাদক করায় কমিটির চার নেতার পদত্যাগ, পরে দুজনের প্রত্যাহার এবং শেষে দুজনের বহিষ্কারের ঘটনায় বিস্তর আলোচনা চলছে।

রোববার (২৭ জুলাই) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত কমিটিতে আইআইইউসি শাখায় বখতিয়ার আহমেদ সানিফকে সাধারণ সম্পাদক করা হয়। অভিযোগ উঠেছে, ৫ আগস্ট ২০২৩ সালের আগে পর্যন্ত তিনি নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল। এখন সেই ছাত্রলীগ কর্মী সরাসরি ছাত্রদলের সাধারণ সম্পাদক!

কমিটি ঘোষণার পরপরই চারজন নেতা- মো. রিপন (সিনিয়র সহ-সভাপতি), সাইদুল ইসলাম ইফতি (সহ-সভাপতি), মো. রবিউল হাসান সোহান (সহ-সভাপতি) এবং ইয়াসিন আরাফাত আসিফ (যুগ্ম সাধারণ সম্পাদক) পদত্যাগ করেন। তবে পরে সাইদুল ও সোহান তাদের পদত্যাগপত্র প্রত্যাহার করেন। বিকেলে কেন্দ্রীয় ছাত্রদল মো. রিপন ও ইয়াসিন আরাফাত আসিফকে বহিষ্কার করে।

পদত্যাগপত্রে উল্লেখ করা হয়,
– একজন সাবেক ছাত্রলীগ নেতাকে ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রও নন।
– সিনিয়র-জুনিয়র ধারা উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে।
– কেন্দ্রীয় ছাত্রদল টিম-৬ এর টিম প্রধান মো. কাজী জিয়া উদ্দিন বাসিতের পক্ষপাতমূলক ভূমিকা প্রশ্নবিদ্ধ।

মো. রিপন বলেন, সানিফ ক্যাম্পাসে ছাত্রলীগের প্রায় সব কর্মসূচিতে অংশ নিয়েছেন। অনেক ছাত্রলীগ নেতার সঙ্গে তার ছবি রয়েছে, যদিও তিনি ছাত্রলীগের কোনো পদে ছিলেন না। কমিটি ঘোষণার পর তার ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়, যার কারণে আমি পদত্যাগ করি।

বহিষ্কার প্রসঙ্গে রিপনের মন্তব্য, ‌কমিটির অনিয়ম নিয়ে প্রশ্ন তোলাতেই আমাকে পুরস্কৃত করা হলো বহিষ্কার দিয়ে! অন্যায় দেখলে প্রতিবাদ করা আমার দায়িত্ব।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও টিম-৬ এর প্রধান মো. কাজী জিয়া উদ্দিন বাসিতকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাবেক ছাত্রলীগ কর্মীকে ছাত্রদলের শীর্ষ পদে বসানো, পদত্যাগ ও বহিষ্কারের এই ঘটনাপ্রবাহ আবারও প্রশ্ন তুলেছে ছাত্র রাজনীতির দলীয় শুদ্ধাচার, আদর্শ এবং অর্গানাইজেশনাল স্বচ্ছতা নিয়ে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই