• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মাদারীপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১২:১৫ পি.এম.
মাদারীপুরে যুবলীগ নেতা সালাউদ্দিন খান । ছবি : সংগৃহিত

পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় মাদারীপুর সদর উপজেলা যুবলীগের সদস্য ও ধুরাইল ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৮ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত- সালাউদ্দিন সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আক্কেল খানের ছেলে।

পুলিশ জানায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে মাদারীপুর পৌরসভার থানতলী এলাকায় পুলিশের গাড়িতে হামলা করে ভাঙচুর করে বিক্ষুদ্ধরা। এ ঘটনায় তৎকালীন পুলিশ উপ-পরিদর্শক জাওয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সালাউদ্দিন খানকেও আসামি করা হয়। 

সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মাদারীপুর আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয় বিচারক। তাকে মাদারীপুর জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ দিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে ধুরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য।

এ ব্যপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মহসীন হোসেন সাংবাদিকদের জানান, সালাউদ্দিন একটি মামলার আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। আদালতে পাঠানো হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই