• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কুড়িগ্রামে জুলাই সংগঠক জোবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৪:৩০ পি.এম.
জোবায়ের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

জুলাই আন্দোলনের সংগঠক জোবায়ের আমিন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামে চিলমারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজন, এলাকাবাসীসহ বন্ধু ও জুলাইয়ের সহযোদ্ধারা।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত উপজেলা পরিষদ মোড়ে চিলমারী-কুড়িগ্রাম সড়কে বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে বিক্ষোভ করে। ফলে ২ ঘণ্টা ধরে ওই সড়কে সব প্রকার যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় পুলিশ প্রশাসন গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের এক বছর পেরিয়ে গেলেও তদন্তের নেই কোন অগ্রগতি, জানা যায়নি সেই ভয়াল রাতের ঘটনা। এ হত্যাকান্ডের সাথে জড়িত মো. সাইনান স্বচ্ছ মামলার প্রধান আসামী। সে চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হকের ছেলে হওয়ায় মামলাটির কোনো অগ্রগতি নেই বলে সমাবেশে অভিযোগ করেন স্বজনরা।

নিহত জোবায়ের আমিনের বাবা আব্দুল জলিল আমিন বলেন, ফরেনসিক রির্পোটে এটি হত্যাকান্ড হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে হত্যাকারীদের গ্রেফতার করা হচ্ছে না। দীর্ঘ একটি বছর পেরিয়ে গেছে, অথচ হত্যাকারীদের এখনো আইনের আওতায় নেয়া হয়নি। এটি আমাদের জন্য কতটা কষ্টদায়ক তা বোঝানো যাবেনা বলেই কাঁন্নায় ভেঙ্গে পড়েন তিনি। এসময় আরো বক্তব্য রাখেন বিএনপির নেতা আবু সাইদ হোসেন পাখি, যুবদল নেতা তাইবুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ।

গত বছরের ১৯ জুলাই রাতে ব্রহ্মপুত্র নদে পরে নিখোঁজ হওয়ার একদিন পর জুলাই গণঅভ্যুত্থানের সংগঠক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জোবায়ের আমিনের লাশ ভেসে ওঠে। বিকৃত লাশ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে জোবায়ের আমিনের দুই বন্ধু মো. সাইনান স্বচ্ছ (২১) ও মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) নামে ও আরও ছয়-সাত অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মামলাটি নথিভুক্ত হওয়ার পর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর তদন্ত করছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই