• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাঁশখালীতে ডিসির আগমনে স্কুল মাঠে রাতারাতি সড়ক নির্মাণ

   ২৯ জুলাই ২০২৫, ০৪:৪০ পি.এম.
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের

চট্টগ্রামের বাঁশখালীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের আগমন উপলক্ষে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঝ মাঠে রাতারাতি নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী সড়ক।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটক থেকে সরাসরি মাঠের মধ্য দিয়ে নির্মিত এই বিশাল সড়ক নিয়ে সচেতনমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ফরিদা খানমের গাড়ি যাতে সরাসরি বিদ্যালয় চত্বরে প্রবেশ করতে পারে, সে উদ্দেশ্যে হঠাৎ করেই এই সড়ক তৈরির উদ্যোগ নেওয়া হয়। কাজটি এতটাই দ্রুততার সাথে করা হয় যে, অনেক শিক্ষক ও শিক্ষার্থী বিষয়টি জানতে পারেননি।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সড়কটি নির্মাণের জন্য বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ নষ্ট করে ফেলা হয়েছে, যেখানে সাধারণত শিক্ষার্থীরা খেলাধুলা করে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতষ দাশ বলেন, “মাঠে কাদা থাকায় ডিসি মহোদয়ের গাড়ি প্রবেশ করতে পারবেনা বলেই অস্থায়ীভাবে সড়কটি নির্মাণ করা হয়। উপর মহলের নির্দেশে কাজটি হয়েছে।'

নাম প্রকাশে অনিচ্ছুক সড়ক নির্মাণ কাজে সংশ্লিষ্ট ব্যক্তি বলেন, 'সোমবার দিবাগত রাত তিনটা পর্যন্ত আমরা ৩৩ জন শ্রমিক সড়কের কাজে অংশ নিই। সড়ক নির্মাণে প্রায় ১৩ হাজার ইট ও ২০ গাড়ি বালি ব্যবহার করা হয়েছে। শ্রমিকের মজুরিসহ যার আনুমানিক ব্যয় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকা হবে বলেও জানান তিনি।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদুল আলম জানান, 'ওখানে ডিসি ময়োদয়ের গাড়ি যাবে। তাছাড়া শিক্ষার্থীদের আসা-যাওয়ায় কষ্ট হচ্ছিল তাই সড়কটি নির্মাণ করা হয়েছে। তবে, সড়কটি মাঠের মাঝখানে করা হয়নি। কতো টাকা ব্যয় হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কোনো ব্যয় হয়নি, এটি প্রজেক্টের অংশ।'

জানা যায়, ‘বাঁশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের জয়ন্তী কর্ণার ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করার কথা রয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের। এতে পঞ্চাশ হাজার টাকার (আনুমানিক মূল্য) স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধনে চার লক্ষ টাকার সড়ক নির্মাণ করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই