• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ০৬:০৮ পি.এম.

পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক কেজি ৬০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া নারীর নাম তাসলিমা বেগম (৩৭)। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা বেল্লাল দালালের স্ত্রী।

পুলিশ জানায়, তাদের স্বামী-স্ত্রী দুইজনের বিরুদ্ধেই এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে অবস্থিত তাসলিমা-বেল্লাল দম্পতির বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে ব্যাগভর্তি গাঁজা নিয়ে দৌঁড়ে পালানোর সময় হাতেনাতে তাসলিমাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

এ বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গাঁজাসহ গ্রেফতার  নারী তাসলিমা ও তার পলাতক স্বামী বেল্লালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাসলিমাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা