• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

৩০ লাখ টাকা দাবি

প্রেমের ফাঁদে ফেলে তরুণীর আপত্তিকর ছবি , যুবক আটক

যশোর প্রতিনিধি    ২৯ জুলাই ২০২৫, ১১:৫৯ পি.এম.

যশোরে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি ধারণ করার অভিযোগ উঠেছে আরেফিন মাহাফুজ নামে এক যুবকের বিরুদ্ধে। পাশাপাশি ওই আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও রয়েছে কথিত প্রেমিকের বিরুদ্ধে।

এই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন যশোর সদর উপজেলার বাসিন্দা ওই তরুণীর মা।। ফলে অভিযোগের ভিত্তিতে যশোর ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল আটক করেছে অভিযুক্ত মাহাফুজেক। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিদাপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে। 

মামলায় তরুনীর মা উল্লেখ করেন, তার স্বামী বিদেশে থাকেন। মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য তার ভাইয়ের ঢাকার বাসায় পাঠান। অন্যদিকে, মাহাফুজ তার ভাইয়ের অফিসের কর্মচারী। এই সুবাদে বিভিন্ন সময় তার ভাইয়ের বাড়িতে যাওয়া-আসা ছিল মাহাফুজের। মাহাফুজ তার মেয়েকে প্রেমের প্রস্তাব দেন। তা প্রত্যাখ্যান করলে আত্মহত্যার হুমকি দেন মাহাফুজ। বাধ্য হয়ে তার মেয়ে প্রেমে জড়িয়ে যায়। এ সুযোগে বিভিন্ন সময় মাহাফুজ আপত্তিকর ছবি তুলে রাখেন। শুধু তাই নয়, সে সময় বাদীর মেয়ের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং তার চেক রেখে দেন নিজের কাছে। এরপর তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন মাহাফুজ। অন্যথায় আপত্তিকর ভিডিও ও ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দেন। ওই টাকা না দেওয়ায় মাহাফুজ সেসব ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ওই নারীর প্রবাসী বাবাসহ বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেন।

গত ২০ জুলাই ওই নারী যশোরে নিজ বাড়িতে অবস্থানকালে তার এক বান্ধবীর মাধ্যমে জানতে পারেন যে, ওইসব ছবি তার বান্ধবীসহ পরিচিতদের মেসেঞ্জারে পাঠানো হয়েছে। মামলায় আরও উল্লেখ করা হয়, ৩০ লাখ টাকা না দিলে মাহাফুজ আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেবে; এছাড়া তরুণীর নামে চেক তৈরি করে তা দিয়ে চেক ডিজঅনারের মামলা করবে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম যশোরের এসআই দেবব্রত ঘোষ জানান, নিজ গ্রাম থেকে মাহাফুজকে আটক করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ওই তরুণীর নামে কালীগঞ্জ শাখার সোনালী ব্যাংকের একটি চেক বই। মাহাফুজ কয়েকটি চেক ঢাকার বিভিন্ন শাখা থেকে ডিজঅনার করিয়েছেন।

এছাড়া মাহাফুজের ঢাকার বাসায় থাকা ল্যাপটপ ও মোবাইলে সেসব ভিডিও সংরক্ষিত রয়েছে বলে স্বীকার করেছেন। সেসব উদ্ধারে পুলিশ কাজ করছে। এছাড়া মাহাফুজ জানিয়েছেন, ওই তরুণীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাকে ডিভোর্স দেওয়ায় আপত্তিকর ছবি আত্মীয়স্বজনের কাছে পাঠিয়েছেন বলে স্বীকার করেছেন।

ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/এম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক সনাতন ধর্মাবলম্বী
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
ফুলবাড়িতে ৯৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় আহত আ’লীগ নেতার মৃত্যু