• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ১৮৬, মামলা ৩৩

নিজস্ব প্রতিবেদক    ৩০ জুলাই ২০২৫, ০৪:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৩৩টি মামলা রুজু করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান জানান, ঢাকার ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ৪৭১টি টহল টিম মোতায়েন করা হয়। এর মধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম কাজ করে। টহল টিমগুলোর মধ্যে ছিল ২১২টি মোবাইল পেট্রোল, ২০টি ফুট পেট্রোল ও ২৭টি হোন্ডা পেট্রোল টিম। এছাড়া, শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৬৬টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন ১ ডাকাত, ৫ চোর, ১৩ মাদক ব্যবসায়ী, ২ প্রতারক ও ১২ পরোয়ানাভুক্ত আসামি। অভিযানে ১১টি মোবাইল ফোন, ১টি বাস ও ১৩,১৮০ টাকা নগদ উদ্ধার করা হয়। মাদকের মধ্যে পাওয়া গেছে ১০,০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও ১ গ্রাম হেরোইন।

ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করে ৫ জনকে আটক করেছে। এদিকে, ডিবি-তেজগাঁও বিভাগ কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য নিশাত (২২) ও রাসেল (২৩) কে গ্রেপ্তার করেছে।

গুলশানে এক সাবেক এমপির বাসা থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তারকৃতদের জেরায় ৪টি চেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ডিএমপির ৫০ থানায় ৩৩টি ডাকাতি, ২৪৮টি ছিনতাই, ১৫৪টি খুন ও ১,০৬৮টি চুরির মামলা রুজু হয়েছে। বর্তমানে ৭,৮১২টি মামলা তদন্তাধীন। এছাড়া, ট্রাফিক আইন ভঙ্গ করে ২,৮৪৫টি মামলা করা হয়েছে, যার মধ্যে ২৮২টি গাড়ি ডাম্পিং ও ৯২টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
রাজধানীতে হঠাৎ গুলি ছুড়ে বাসে আগুন
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
ফাঁকা রাস্তা যেন ঈদের আমেজ
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা
এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা