• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

করিমগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে দুই স্কুলছাত্রীর মৃত্যু

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ০৬:৩৭ পি.এম.

কিশোরগঞ্জের করিমগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাইফা (১০) ও মায়মুনা (৯) নামের দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

নিহত দুই শিক্ষার্থীরা হলেন, উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা ও একেই গ্রামের ইকলাস হোসেনের মেয়ে মায়মুনা। সাইফা দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ও মায়মুনা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার দুপুরে খেলার একপর্যায়ে পরিবারের অজান্তে দুই শিশু নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে বিকেল ৩টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এলাকার বাসিন্দা ঈমন মিয়া বলেন, নদীপাড়ে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সতর্কবার্তা না থাকায় প্রায় সময় ছোটরা গোসল করতে নামে, যার ফলে দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাদের মৃত্য হয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই