টপ নিউজ
কোস্ট গার্ডের অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ
খুলনা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৬:৪১ পি.এম.


৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড । ছবি : সংগৃহীত
খুলনার কয়রায় বিশেষ অভিযানে ৩২ কেজি হরিণের মাংস জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন। মঙ্গলবার (২৯ জুলাই) রাত ১১টার দিকে কয়রা থানার পাতাখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
বুধবার (৩০ জুলাই) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বস্তা থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় শিকারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাংস পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/ডিআর