• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নেত্রকোণায় ১১০বোতল ভারতীয় মদসহ আটক ২

   ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৩ পি.এম.

নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১১০ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল বুধবার(৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

এ সময় একটি অটোরিকশায় করে আনা আমদানি নিষিদ্ধ ১১০বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের গিডুরপাড়া গ্রামের মো. শান্ত মিয়ার পুত্র মো. তপন মিয়া (২৬) এবং কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের মইপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মো. রাকিব হোসেন (৩৯)। অভিযানে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, “বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২