• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৩০ জুলাই ২০২৫, ১০:৩৫ পি.এম.
বিএনপির মনোগ্রাম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক দোকানমালিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারামারি-হানাহানি, রক্তাক্ত সংঘাত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে” তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে বহিষ্কৃতদের বিরুদ্ধে।

  • বহিষ্কৃতদের নাম:
    তোতা প্রধান – মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
  • খোকন প্রধান – জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক
  • রাসেল প্রধান – ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য
  • আলম মিয়া – ওয়ার্ড বিএনপি নেতা
  • সাদ্দাম হোসেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে দোকানমালিক জাহাঙ্গীর হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। জানা যায়, নিহত জাহাঙ্গীর ওই এলাকায় বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি দোকানের মালিক ছিলেন এবং তিনি কার্যালয়ের ভাড়া চেয়েছিলেন। এ নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই কেন্দ্র থেকে নির্দেশ পেয়ে অভিযুক্তদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ