• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খোকসাতে বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ১২:০৪ পি.এম.

কুষ্টিয়া খোকসাতে বিয়ে বাড়িতে ডাকাতি মামলার আসামি আতিয়ার মন্ডল (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার বিলজানি এলাকা থেকে  থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আতিয়ার মন্ডল বশোয়া গ্ৰামের  মোন্তাজ মন্ডল এর ছেলে।

জানা যায়, (২০ জুলাই) রাতে খোকসা শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান কুমার রায় (৪৫)  বাড়িতে  ডাকাতির ঘটনা ঘটে। এই সময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও  নগর টাকা  লুট করে নিয়ে যায়।  এই বিষয়ে বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে (২২ জুলাই) খোকসা থানায় মামলা দায়ের করে।

উল্লেখ্য, বিধান কুমার এর মেয়ের বিবাহের আগের দিন গভীর রাতে বাড়িতে ডাকাতরা প্রায় ২ লাখ ৯৬ হাজার সমপরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম  বলেন, বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনায় আতিয়ার মন্ডল নামে একজন কে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাকাতি মামলায় এই পর্যন্ত ৩ জন কে আটক করে হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা