• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০২:৫৭ পি.এম.
আটক সজীব দাস পার্থ। ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসক ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

বুধবার (৩০ জুলাই) রাত ২টার দিকে হাসপাতালের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাদের আটক করেন আনসার সদস্যরা। এরপর পুলিশ ক্যাম্পে নিয়ে রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভুয়া চিকিৎসকের নাম সজীব দাস পার্থ (২১)। তার বাবার নাম রানেশ চন্দ্র দাস। তার সহযোগীর নাম মানিক মিয়া (২২)। 

মানিকের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আর সজীব দাসের বাড়ি মৌলভীবাজার জেলার রাজানগর থানায় বলে জানিয়েছেন তারা।

রাতে সজীব দাস নামে ওই যুবক চিকিৎসকের অ্যাপ্রন পরে আর তার সঙ্গে থাকা অপর যুবক সিভিলে ২ নম্বর ভবনের নিচে রোগীদের সঙ্গে কথা বলছিলেন। তখন হুইলচেয়ারে বসা কুলসুম বেগম (৫৪) নামে এক রোগীকে হুইলচেয়ার থেকে দাঁড় করিয়ে হাঁটানোর চেষ্টা করেন। তখন ওই রোগী পড়ে যান। রোগীকে ফেলে রেখে পালানোর চেষ্টা করেন ওই দুই যুবক।

বিষয়টি ডিউটিরত আনসার সদস্যদের নজরে এলে তারা ওই দুই যুবককে ধরে পরিচয় জানতে চান। তখন নিজেদের তারা চিকিৎসক বলে পরিচয় দেন। তবে তারা কোনো আইডি কার্ড বা ভিজিটিং কার্ড দেখাতে পারেননি। সন্দেহ হলে তাদের হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের আনসার সদস্যরা ওই দুই যুবককে আটক করে ক্যাম্পে নিয়ে এসেছেন।

তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করেছিলেন। বিস্তারিত তদন্তের জন্য তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
১২দিন পর খুলেছে মাইলস্টোন কলেজ, ক্লাসে ফিরেছ শিক্ষার্থীরা
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
কর্মদিবসে ঢাকাজুড়ে যানজট, ভোগান্তিতে নগরবাসী
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ
১২ দিন পর খুলছে মাইলস্টোন কলেজ