• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শ্বশুরবাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি    ৩১ জুলাই ২০২৫, ০৩:২৮ পি.এম.
গ্রেপ্তার আলাউদ্দিন বেদন। ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়িতে লুকিয়ে থেকে নাশকতার চেষ্টা করছিলেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন আলাউদ্দিন বেদন। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই। ভোরে কালাম হাজীর বাড়ির বাগান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের বাসিন্দা এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

হাতিয়া থানা পুলিশ জানায়, দেশে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে আওয়ামী লীগের কিছু সদস্য গোপনে সংগঠিত হচ্ছেন—এমন খবরের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেদনকে গোপনে অবস্থান করতে দেখা যায় এবং তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভাঙ্গুড়ায় ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা