ওজন কমাবে ওটস অমলেট


ওজন কমাতে চাচ্ছেন কিন্তু স্বাদের সঙ্গে আপস করতে নারাজ? ডিম আর ওটস দিয়ে তৈরি এক সহজ রেসিপি—ওটস অমলেট—হয়ে উঠতে পারে আপনার হেলদি ডায়েটের নির্ভরযোগ্য সঙ্গী।
হালকা ক্ষুধা মেটাতে অনেকেই ডিমের উপর ভরসা রাখেন। কিন্তু কোলেস্টেরলের ভয়ে ডিম এড়িয়ে চলার প্রবণতাও দেখা যায়। অথচ ডিমের সঙ্গে যদি ফাইবারসমৃদ্ধ ওটস মেশানো যায়, তা হলে তৈরি হয় এমন এক পদ—যা একদিকে যেমন পুষ্টিকর, তেমনই সহজে হজমযোগ্য এবং ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।
ওটস ও ডিমের মিশ্রণে তৈরি এই অমলেট ছোট-বড় সবার রুচিতে মানিয়ে যায়। যারা ওজন কমাতে চান কিংবা হেলদি লাইফস্টাইল অনুসরণ করেন, তাদের জন্য এটি আদর্শ একটি খাবার।
উপকরণ:
- ডিম
- ওটস
- পেঁয়াজ কুচি
- টমেটো কুচি
- কাঁচা মরিচ কুচি
- লবণ
- গোলমরিচ গুঁড়া
- সামান্য তেল
প্রস্তুত প্রণালি:
১. একটি পাত্রে ডিম, ওটস, পেঁয়াজ, টমেটো, কাঁচা মরিচ, লবণ ও গোলমরিচ একসাথে মিশিয়ে নিন।
২. এবার একটি ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে মিশ্রণটি ঢেলে দিন।
৩. উল্টে-পাল্টে দুই দিক ভালোভাবে ভেজে নিন।
৪. হয়ে গেল স্বাস্থ্যকর ওটস অমলেট, যা খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিতে ভরপুর।
কেন খাবেন এই ওটস অমলেট?
- ডিমে আছে উচ্চমাত্রার প্রোটিন, যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে
- ওটসে রয়েছে ফাইবার, যা হজমে সাহায্য করে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে
- এই রেসিপি কম ক্যালরির হলেও দেয় দীর্ঘস্থায়ী এনার্জি
- বানাতে সময় লাগে খুব কম—মাত্র ৫–৭ মিনিটেই প্রস্তুত
স্বাস্থ্যকর খাবার মানেই যে স্বাদহীন হবে, তা নয়। ওটস অমলেট এর উৎকৃষ্ট প্রমাণ। এটি আপনার ডায়েট চার্টে নিয়মিত রাখলে ওজন নিয়ন্ত্রণ তো হবেই, সঙ্গে পাওয়া যাবে পর্যাপ্ত পুষ্টিও। ট্রাই করে দেখুন, ওজন কমানো হোক সুস্বাদু উপায়ে।
ভিওডি বাংলা/ডিআর