• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

থানা হোক ন্যায় বিচারের প্রথম ঠিকানা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৩ পি.এম.
আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

জনগণকে হয়রানিমুক্ত ও মানবিক সেবা দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বাহারুল আলম বলেছেন, থানাই হতে হবে ন্যায় বিচারের প্রথম ঠিকানা। কোনো নাগরিক যেন থানায় এসে অপমানিত না হন, বরং পান সহযোগিতার আশ্বাস।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, থানা হতে হবে আতঙ্কের নয়, সাহচর্যের স্থান। পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে হবে হয়রানিমুক্ত সেবা এবং মানবিক আচরণের মাধ্যমে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের সম্মেলন কক্ষে ‘থানায় হয়রানিমুক্ত ও আইনগত সার্ভিস ডেলিভারি প্রদানের মাধ্যমে জনআস্থা পুনরুদ্ধারে পুলিশের করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, -আমাদের অতীত অনেক ভুল সিদ্ধান্তের ফল। সে কারণেই আজ মানুষ পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তোলে। তাই আসুন, আমরা প্রতিজ্ঞা করি—থানায় যেন কেউ হয়রানির শিকার না হন, অভিযোগ জানাতে এসে যেন অপমানিত না হন। পুলিশের দরজা জনগণের জন্য সবসময় খোলা থাকবে। আমাদের আচরণ হবে মানবিক, আর সেবা হবে জনমুখী।-

পুলিশপ্রধান আরও বলেন, -জুলাই বিপ্লব শুধু একটি ঘটনা নয়, এটি ছিল ন্যায়, মানবতা ও দায়িত্ববোধের জাগরণ। এটি আমাদের স্মরণ করিয়ে দেয়—সেবাই আমাদের প্রকৃত পরিচয়, আর জনগণই ক্ষমতার উৎস।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের ভারপ্রাপ্ত রেক্টর এস এম রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ডাইরেক্টিং স্টাফ (ট্রেনিং) ড. এ এফ এম মাসুম রব্বানী, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল, ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালায় পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিটের এএসপি থেকে এসপি পদমর্যাদার ৫৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ