২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ, চরম জনদুর্ভোগ


শাহবাগ মোড়ের এই অবরোধ পরিস্থিতি রাজধানীবাসীর জন্য নিঃসন্দেহে এক চরম জনদুর্ভোগে রূপ নিয়েছে। টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগের মতো একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরুদ্ধ থাকায় সাধারণ মানুষ, রোগী, শিক্ষার্থী, কর্মজীবী এবং পরিবহন ব্যবস্থায় জড়িত সকল শ্রেণির মানুষ সমস্যায় পড়েছেন।
মূল বিষয়বস্তু-অবরোধকারীদের পরিচয় ও দাবিসমূহ: দাবির মূলে রয়েছে: জুলাই সনদের বাস্তবায়ন ও স্থায়ী বিধান।
দাবিগুলোতে শহীদ পরিবার ও আহতদের স্বীকৃতি, নিরাপত্তা, পুনর্বাসন, আজীবন ভাতা, চিকিৎসা, আইনি সহায়তা এবং একটি স্বাধীন কমিশন গঠনের মতো স্পষ্ট দাবি রয়েছে।
জনদুর্ভোগের মাত্রা-শাহবাগে অবরোধের ফলে আশপাশের মোড়গুলোতে (কাটাবন, মৎস্যভবন, ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ থানা) ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। যাত্রী ও মোটরসাইকেল চালকরা ক্ষোভ প্রকাশ করেছেন-এক ঘণ্টার যাত্রায় সময় লাগছে তিন ঘণ্টা। রাইডশেয়ারিং ও জরুরি পরিষেবা কার্যত ক্ষতিগ্রস্ত।
অবরোধকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা দেওয়া, শহীদ পরিবার ও আহতদের প্রতি দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণমূলক ব্যয় রাষ্ট্রকে বহন করা, আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা, শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন করা, শহীদ ও আহতদের ওপর সংঘটিত দমন-পীড়নের জন্য দায়ীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারকার্য সম্পন্ন করা এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন করা।
ভিওডি বাংলা/জা