• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

একটি নির্বাচিত সরকার দরকার- দুদু

নিজস্ব প্রতিবেদক    ১ আগস্ট ২০২৫, ০৯:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা তারেক রহমান গণতান্ত্রিক বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন, তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকতে হবে।

শুক্রবার (১ আগস্ট) রংপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর মহানগর বিএনপি'র আওতাধীন ৪নং ওয়ার্ড-এর দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। 

দুদু বলেন, সাঈদসহ জুলাই-আগস্ট  আন্দোলনে যারা শহীদ হয়েছে, তারা রক্ত দিয়ে এদেশের মানুষের মুক্তির পথ এনে দিয়েছে। সেই মুক্তির পথে বাংলাদেশের দিকে একটি গণতন্ত্র ব্যবস্থাপনা আসে, তাহলে কারা ক্ষমতায় আসবে, তখন উপস্থিত জনগণ বলে বিএনপি।

তিনি বলেন, ১৬ বছর ধরে এদেশের মানুষ মুক্তি চেয়েছে জুলাই-আগস্টে সেই মুক্তি পেয়েছে। এখন একটা সুযোগ আছে যদি  সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয় সেই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায়ন করতে হবে, এই সুযোগ রংপুরবাসীকে হাতছাড়া করা যাবে না।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, তিস্তা নিয়ে বিএনপি যে আন্দোলন শুরু করেছে সেই আন্দোলন সফল করতে হবে। কেন? কারণ আমরা বাঁচতে চাই। মানুষের মত বাঁচতে চাই। সে আন্দোলন সফল করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। জনগণের ভোটের সরকার দরকার। ইনশাআল্লাহ সে নির্বাচনে সরকার হবে বিএনপি'র।

উপস্থিত সাধারণ জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদের সাথে থাকতে হবে। আর আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি যার নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সুযোগ এসেছে সেই সুযোগ হাতছাড়া করা যাবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, তিনি এমন একজন নেতা যিনি দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। দেশের সাধারণ জনগণের পাশে দাঁড়াতে চান। শ্রমিক মেহনতি গরিব মানুষের পাশে থাকতে চান। একটি সোনার বাংলাদেশ গড়তে চান। ওনার এই স্বপ্ন বাস্তবায়নে কেন আমরা তাহার পাশে থাকবো না। আমরাও উনার পাশে আছি। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আবু সাঈদ যে মুক্তির পথ দেখিয়েছেন সেই মুক্তির পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে। 

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যক্ষ আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মাহফুজ উন নবী, সামসুজ্জামান শামু সহ প্রমুখ।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলীয় প্রার্থী বাছাইয়ে মনোযোগ বিএনপির
দলীয় প্রার্থী বাছাইয়ে মনোযোগ বিএনপির
হাসনাতকে গালির ব্যাখ্যায় যা বললেন রুমিন ফারহানা
হাসনাতকে গালির ব্যাখ্যায় যা বললেন রুমিন ফারহানা
নেপালে আশ্রয় নিয়েছেন ৩ হাজার আ’লীগ নেতাকর্মী
নেপালে আশ্রয় নিয়েছেন ৩ হাজার আ’লীগ নেতাকর্মী