• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা হওয়ার পর প্রথম জন্মদিনে আবেগে আপ্লুত কিয়ারা

বিনোদন ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১০:৪৪ এ.এম.
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সংগৃহীত ছবি

নতুন জীবনের এক অনন্য সুখ নিয়ে এগিয়ে চলেছেন বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। গত ১৫ জুলাই প্রথমবারের মতো মা হয়েছেন কিয়ারা। সদ্যোজাত কন্যাসন্তানকে বুকে আগলে বৃহস্পতিবার ( ৩১ জুলাই) নিজের ৩৪তম জন্মদিন উদযাপন করলেন এই তারকা।

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা

মা হওয়ার পর এই প্রথম জন্মদিন হওয়ায় দিনটি ছিল আরও বিশেষ। কাছের মানুষদের ভালোবাসা ও নতুন অতিথির স্নেহময় উপস্থিতি জন্মদিনকে রাঙিয়ে তোলে।

শুক্রবার (১ আগস্ট) সকালে ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা শেয়ার করেন কিয়ারা। লেখেন, ‘আমার সন্তান, আমার স্বামী, মা-বাবা ও পরিবারের ভালোবাসায় জীবনের সেরা জন্মদিন কাটালাম। নিজেকে আশীর্বাদধন্য মনে হচ্ছে।’

 

পোস্টের সঙ্গে ছিল একটি বিশেষ কেকের ছবি। সাদা কেকের ওপর একটি ছোট্ট পরীর পুতুল—যে কোলে আগলে রেখেছে নবজাতককে। কেকের এমন থিম ছিল স্বামী সিদ্ধার্থ মালহোত্রার পরিকল্পনায়, যা দেখে আপ্লুত হয়ে পড়েন কিয়ারা।

দিনভর বলিউডের সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে কিয়ারা লেখেন, ‘এ জন্মদিন সত্যিই আমার জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি।’

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পৃথিবীকে বিদায় জানালেন হিরো আলম
পৃথিবীকে বিদায় জানালেন হিরো আলম
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
একুশে পদকপ্রাপ্ত পণ্ডিত অমরেশ রায় চৌধুরী মারা গেছেন
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল
মার্শাল আর্ট নিয়ে ফিরছেন সেই ‘লড়াকু’ রুবেল