নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশবাসী: ব্যারিস্টার মানিক


বাংলাদেশের মানুষ অতিশিগগিরই একটি জবাবদিহিমূলক ও জনগণের কল্যাণে নিবেদিত নির্বাচিত সরকার দেখতে চায় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।
গতকাল শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫টায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল পর্যায়ে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি বলেন, “নির্বাচিত সরকারের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের মানুষ এমন একটি সরকার দেখতে চায় যারা বেকারত্ব দূর করবে, যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করবে এবং সমাজকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে কাজ করবে।”
ব্যারিস্টার মানিক আরও বলেন, “আমরা আশা করি, বর্তমান সরকার দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করবে। দেশের জনগণ দীর্ঘ ১৭ বছর ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।”
লিফলেট বিতরণ ও সমাবেশে স্থানীয় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা- এস কে পাল সমীর/জা