• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যবসায়ীকে জিম্মি করে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ

য‌শোর প্রতি‌নি‌ধি    ২ আগস্ট ২০২৫, ০১:৫১ পি.এম.
অভিযুক্ত আসাদুজ্জামান জনি। সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে এক ব্যবসায়ীকে মারধর, বালুতে পুঁতে এবং অস্ত্রের মুখে জিম্মি করে ৪ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শাহনেওয়াজ কবীর টিপু নওয়াপাড়ার জাফ্রিদী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

বুধবার (৩০ জুলাই) অভয়নগর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে জানিয়েছেন টিপুর স্ত্রী আসমা খাতুন। পরদিন (৩১ জুলাই) তিনি স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়, গত বছরের ২ সেপ্টেম্বর বিএনপির (পদ স্থগিত) সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নিয়ে প্রথম দফায় ২ কোটি টাকা আদায় করা হয়। পরে ১৮ সেপ্টেম্বর তাকে ফের অপহরণ করে পার্কে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বালু চাপা দিয়ে আরও ২ কোটি টাকা দাবি করা হয়।

এ সময় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়ে ১ কোটি টাকার চেক এবং ছয়টি ফাঁকা স্ট্যাম্পে সই নেওয়া হয়। অভিযোগে আসাদুজ্জামান জনি ছাড়াও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সৈকত হোসেন হিরা ও সম্রাট হোসেনের নাম রয়েছে।

জনি তার নিজের ফেসবুক পেজে ‘ষড়যন্ত্রের শিকার’ দাবি করে লিখেছেন, ‘৫ তারিখের পর থেকে যাদের ষড়যন্ত্রে আমি আক্রান্ত হয়েছি, তাদের শিকড় উপড়ে ফেলবো ইনশাআল্লাহ।’

নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘জনির বিরুদ্ধে আগেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে এখন আমাদের কেউ না।’

অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, “তিনি আমার কাছে কোনও অভিযোগ দেননি।” অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২