• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দির কর্ণিবাড়িতে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ

   ২ আগস্ট ২০২৫, ০২:৩৭ পি.এম.

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের শোনপচা গ্রামে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অন্তত তিনজন। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের প্রত্যক্ষ নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালানো হয়।

ভুক্তভোগী মোত্তালেব মণ্ডলের পরিবারের দাবি, তাদের প্রায় ৪০ থেকে ৪৫ একর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অপচেষ্টা দীর্ঘদিন ধরে চলছিল। সম্প্রতি পরিবারটি জমিতে ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করলে প্রতিপক্ষের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোত্তালেব মণ্ডলের বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা লাঠি, লোহার রড এবং ধারালো ফালার মতো দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এতে মোত্তালেব মণ্ডলসহ তিনজন গুরুতর আহত হন।

আহতদের মধ্যে কামাল মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তার ভাই ছামিউল ইসলাম জানান, “কামাল মণ্ডল জমি বন্ধক দেওয়ার জন্য এক লাখ টাকা নিয়ে জমির মালিকের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষরা  বাধা দিয়ে তাকে ফালা দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ও তার কাছে থাকা ১লক্ষ টাকার ছিনিয়ে নেন । পরে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”

হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে। যাদের নাম উঠে এসেছে, তারা হলেন:

১. রব্বানী ফকির – সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ
২. মাকসুদুর রহমান শাহ আলম – সভাপতি, কর্ণিবাড়ি ইউনিয়ন যুবলীগ
৩. কুদ্দুস প্রামাণিক – সহ-সভাপতি, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ
৪. সুলতান – স্থানীয় আওয়ামী লীগের সদস্য

ভুক্তভোগী পরিবার দাবি করেছে, কুদ্দুস প্রামাণিক ও সুলতানের প্রত্যক্ষ নির্দেশে এই হামলা সংঘটিত হয়। এরা দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন দলের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের জমি দখল, বাড়িঘর ভাঙচুর ও নির্যাতনের সঙ্গে জড়িত। এমনকি স্থানীয়ভাবে তারা নিজেদের “সাবেক এমপি শাহাদারা মান্নানের সন্তান” বা “মির্জা আজমের অনুসারী” পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেন।

সংঘর্ষের পর আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে জানা গেছে, এই জমিগুলো খাস খতিয়ানে পড়েছে। তবে যারা পূর্বে দখলে ছিলেন, তারাই সরকারের পরবর্তী আইনি প্রক্রিয়ায় ভোগদখলের সুযোগ পেতে পারেন। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
ঝালকাঠির শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার পেলেন আরিফুর রহমান
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা
উলিপুরে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীকে জরিমানা