এহসান রানার কণ্ঠে ভালোবাসা রঙ বদলায়


ভালোবাসা সবসময় একরকম থাকে না-কখনো তা হয়ে ওঠে অন্তরের প্রতিচ্ছবি, আবার কখনো হারিয়ে যায় দূরত্বের দোলাচলে। এমনই অনুভব থেকে তরুণ সংগীতশিল্পী এহসান রানা গেয়েছেন মৌলিক গান ‘ভালোবাসা রঙ বদলায়’।
বরিশাল বিভাগের প্রতিযোগী হিসেবে ‘আমার গান’ অনুষ্ঠানে অংশ নেওয়া এহসান রানা গানটির কথা ও সুর করেছেন নিজেই। সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। গানটির ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। এটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
সঙ্গীতের প্রতি নিজের ভালোবাসার শুরু প্রসঙ্গে এহসান বলেন, ‘তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বড় ভাইয়ের স্কুলে এক বিদায় অনুষ্ঠানে গান গেয়েছিলাম।’ সেদিন এক শিক্ষক বলেছিলেন, ‘তুমি তো খুব সুন্দর গান গাও।’ সেই কথাতেই যেন সাহস পেয়েছিলাম-সেখান থেকেই গান গাওয়ার যাত্রা শুরু।’
‘ভালোবাসা রঙ বদলায়’ গানটি নিয়ে ইতোমধ্যে শ্রোতা ও গুণীজনদের প্রশংসা পেয়েছেন এহসান। তিনি বলেন, ‘এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। গান নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। সবার ভালোবাসা ও দোয়া কামনা করি।’
ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
ভিওডি বাংলা/জি