• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির নেতাকে বহিষ্কারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২ আগস্ট ২০২৫, ০৫:১৬ পি.এম.

বিএনপির দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।

শনিবার (২ আগস্ট) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ অন্যান্য নেতাকর্মীরা।

তারা বলেন, গত ১২ জুলাই অ্যাডভোকেট সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবুর রহমান ভোটের মাধ্যমে কাউন্সিলে নির্বাচিত হন। কিন্তু দলীয়ভাবে তা মেনে না নিয়ে অন্যায়ভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। এভাবে বহিষ্কার করা হলে পুরো উপজেলা বিএনপিকেই বহিষ্কার করতে হবে।
 
নেতাকর্মীরা বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
 
ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২
গাইবান্ধায় হোটেলে নাস্তার বিল চাওয়ায় গুলি, আহত ২