চাটমোহরে ব্যাংক ভাঙচুর ও কর্মকর্তাকে মারধর করা যুবদল নেতা বহিষ্কার


ঋণখেলাপির মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা শাখায় হামলা, ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) দিনগত মধ্যরাতে পাবনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা।
বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক লোকমান হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো অপকর্মের দায় দল নেবে না। এক্ষেত্রে তার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে আদেশে।
এ বিষয়ে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তাই তাকে বহিষ্কার করা হয়েছে। দলের নাম পদবি ব্যবহার করে কোনো অপকর্ম করার সুযোগ নেই।
উল্লেখ্য, ঋণ খেলাপির মামলা করায় গত বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখায় হামলা চালিয়ে ভাঙচুর ও ম্যানেজার কে মারধর করেন যুবদল নেতা লোকমান হোসেন।
অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক ছিলেন। একইসঙ্গে তিনি ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফৈলজানা শাখার মূখ্য কর্মকর্তা এস এম বশির উদ্দিন জানান, ২০১৮ সালে ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকা সিসি ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। এই ঋণ প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু গত দুই বছর ধরে তিনি এই ঋণ সময়মত নবায়ন করেননি। নির্ধারিত সময়ের মধ্যে কেউ ঋণ নবায়ন না করলে ব্যাংকের নিয়মানুযায়ী তিনি ঋণ খেলাপী হিসেবে বিবেচিত হন এবং ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারেন।
সেই হিসেবে সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংকের নিয়মকানুন মেনে আদালতে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে একটি মামলা দায়ের করেন। গত ২৫ মে'২৫ তারিখে পাবনার অর্থঋণ আদালতে মামলা করা হয়। মামলা নম্বর ৮৪।
মামলা দায়েরের বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে বেশকিছু লোকজনসহ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাংচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করে আহত করা হয়।
এ সময় ব্যাংকের মধ্যে আতংগ্রস্থ হয়ে লোকজন দ্বিগবিদ্বিক ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
ঐদিন রাতেই শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন বাদী হয়ে অভিযুক্ত লোকমানকে আসামি করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।
ভিওডি বাংলা/ এমএইচ