• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০১:৩৪ পি.এম.
মিষ্টি জান্নাত-ছবি সংগৃহীত

আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা। জানালেন, তার সব শক্তি শেষ হয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) লেখা এই পোস্টে মিষ্টি বলেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

নায়িকা আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনও খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন
‘সুড়ঙ্গ ২’-শুটিংয়ের আগে নিশোর হাঁটুর অস্ত্রোপচার প্রয়োজন