• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৩০ বছর হিমায়িত ভ্রূণ থেকে সন্তানের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ০২:৫১ পি.এম.
ভ্রূণ থেকে সফলভাবে সন্তানের জন্ম -ছবি সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো ৩০ বছরেরও বেশি সময় হিমায়িত থাকা একটি ভ্রূণ থেকে সফলভাবে সন্তানের জন্ম হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক দম্পতির ঘরে জন্ম নেয় পুত্রসন্তানটি, যার ভ্রূণটি হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল প্রায় ১১ হাজার ১৪৮ দিন। ধারণা করা হচ্ছে, এটি জন্মের আগে সবচেয়ে দীর্ঘ সময় সংরক্ষিত থাকা ভ্রূণ থেকে শিশুর জন্মের নতুন রেকর্ড।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, লিন্ডসে এবং টিম পিয়ার্স নামের দম্পতি বহু বছর ধরে সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। শেষ পর্যন্ত তারা একটি দানকৃত ভ্রূণ দত্তক নেন, যা সংরক্ষিত ছিল ১৯৯৪ সাল থেকে। গত সপ্তাহে তাদের ঘরে জন্ম নেয় সন্তানটি।

ভ্রূণটি দান করেন লিন্ডা আর্চার্ড নামের এক নারী, যার বয়স বর্তমানে ৬২ বছর। ১৯৯৪ সালে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে তার চারটি ভ্রূণ তৈরি হয়েছিল। একটি ভ্রূণ থেকে জন্ম নেয় তার নিজের সন্তান, আর বাকি তিনটি হিমায়িত করে রাখা হয়। পরবর্তীতে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলেও লিন্ডা এই ভ্রূণগুলো নষ্ট করেননি। বরং তিনি প্রতিবছর হাজার হাজার ডলার খরচ করে সেগুলো সংরক্ষণ করেছেন।

লিন্ডা শুরু থেকেই চেয়েছিলেন, এই ভ্রূণ যুক্তরাষ্ট্রে বসবাসরত, বিবাহিত, শ্বেতাঙ্গ ও খ্রিস্টান দম্পতির কাছে যাবে। শেষ পর্যন্ত লিন্ডসে ও টিম পিয়ার্স দম্পতির সঙ্গে এই ভ্রূণের মিল ঘটানো হয়।

এ প্রসঙ্গে লিন্ডসি বলেন, “আমরা কোনো রেকর্ড ভাঙতে চাইনি, কেবল একটি সন্তান চেয়েছিলাম।”

বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় দুই শতাংশ শিশুর জন্ম হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা দান করা ভ্রূণ থেকে। ধারণা করা হচ্ছে, দেশজুড়ে বর্তমানে প্রায় ১৫ লাখ হিমায়িত ভ্রূণ সংরক্ষিত রয়েছে। এর অনেকগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ অনেক পরিবারই সিদ্ধান্ত নিতে পারছে না এই ভ্রূণগুলোর ভবিষ্যৎ কী হবে।

২০২৪ সালে আলাবামা সুপ্রিম কোর্টের একটি রায়ে হিমায়িত ভ্রূণকে শিশু হিসেবে আইনি মর্যাদা দেওয়ার ফলে বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন: বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির চিত্র
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আ'লীগ সরকার
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ ফিলিস্তিনি