• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসি মেরুদণ্ডহীনের ভূমিকা পালন করছে- নাসীরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৩:৩২ পি.এম.
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি- সংগৃহীত

বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সাথে জড়িত ইসি কর্মকর্তারা এখনো কমিশনে বহাল থাকায় শঙ্কা জানিয়েছে এনসিপি। একইসাথে এসব নিয়ে ইসিকে সংশোধন হতে সুযোগ দিচ্ছেন তারা, এমন মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

রোববার (৩ আগস্ট) দুপুরে নির্বাচন ভবনে দলটি তাদের নিবন্ধন আবেদনের শেষদিনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব জানান তারা।

ইসি মেরুদণ্ডহীনের ভূমিকা পালন করছে উল্লেখ করে দলের মুখ্য সমন্বয়ক বলেন, কমিশন তার কাজের মধ্যে দিয়ে দলের উর্ধে এসে ভোট আয়োজন করবে এমনটাই প্রত্যাশা করেন তারা। বৈঠক প্রবাসী ভোট, নির্বাচনে এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনতাসহ বেশকিছু বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তারা৷

নেতাকর্মীরা বলেন, দল নিবন্ধন আবেদনে প্রয়োজনীয় নথিপত্র জমা সম্পন্ন করেছে এনসিপি। দলটিকে নিবন্ধন দিতে ইসি পরবর্তী ধাপে এগোবে বলে আশাবাদী তারা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : পাটওয়ারী
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না : পাটওয়ারী
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক