• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ পি.এম.
বাংলাদেশে অবস্থিত এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যালয়। ছবি: সংগৃহীত

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে এ চুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবির পক্ষ থেকে জানানো হয়, এই অর্থ দেশের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরির লক্ষ্যে ব্যয় করা হবে।

হোয়ে ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঁচটি খাতকে অগ্রাধিকার দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নাগরিক (সিভিল) এবং খাদ্য ও কৃষি।

তিনি বলেন, ‘এই কর্মসূচি সরকারের সমন্বিত টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে কাজ করবে। এতে দক্ষ শিক্ষক তৈরি ও প্রশিক্ষণের সুযোগ বাড়বে, যা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও চাকরির প্রস্তুতিতে সহায়ক হবে।’

এডিবি জানায়, ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত এলাকাগুলোর টিভিইটি শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এতে শিক্ষকরা উদীয়মান প্রযুক্তি ও আধুনিক শিক্ষাদান পদ্ধতির ওপর দক্ষতা অর্জন করবেন।

এই কর্মসূচি শেষে কমপক্ষে ১০ হাজার শিক্ষক তাদের দক্ষতা বাড়াতে পারবেন, যা ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দেশব্যাপী একটি ধারাবাহিক পেশাদার উন্নয়ন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা টিভিইটি শিক্ষায় টেকসই মান নিশ্চিত করবে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব