• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা হচ্ছে : মির্জা ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ আগস্ট ২০২৫, ০৫:২৯ পি.এম.
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত

বাংলাদেশের মধ্যে বর্তমানে বিভক্তি সৃষ্টির নানা চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ফ্যাসিবাদবিরোধী পক্ষগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। রোববার (০৩ আগস্ট) বিকেলে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট হাসিনা আমাদের পাশের দেশ ভারতে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে বাংলাদেশে আক্রমণের হুমকি দিচ্ছে। কেবল তাই নয়, তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, আমরা আর কোনোদিন এ দেশে ফ্যাসিস্ট হাসিনাকে রাজনীতি করতে দেব না। এ বিষয়ে সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে। কারো কাছে মাথা নত না করার শপথ নিতে হবে। আমরা নিজেরাই নিজেদের স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তুলবো।

বিএনপির মহাসচিব বলেন, গত ১৫ বছরে হাজার হাজার তরুণ রক্ত দিয়ে দেশে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ সুশাসন ও গণতন্ত্র চায়। এখন যেভাবে দেশ চলছে, এভাবে চলতে পারে না। পলাতক শেখ হাসিনা দিল্লি থেকে হুমকি দিয়ে বলছেন বাংলাদেশ দখল করে নেবেন— এ ধরনের বক্তব্য স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।

তিনি বলেন, এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে— শেখ হাসিনা যেন আর কোনো মায়ের বুক খালি করতে না পারে। সেই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করতে হবে।

ফখরুল আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের পর রাষ্ট্র পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, 'সারা দেশ অপেক্ষা করছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তার আগে দেশের সবাই অপেক্ষা করছে তারেক রহমানের ফেরার জন্য। তাই নয় কি, আমরা সবাই এটাই চাই। তারেক রহমান দেশে আসবেন, নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।'

এর আগে বিকেল সোয়া ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ছাত্র সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে ইতোমধ্যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান। তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এই ছাত্র সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য রাখেন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম।

কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশ কেন্দ্র করে শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ তৈরি করা হয়েছে। শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন মোড় এবং সামনের দিকে চারুকলা ইনস্টিটিউট পর্যন্ত নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এসেছে এই সমাবেশে। সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। খণ্ড খণ্ড মিছিল এসে মিলেছে সমাবেশস্থলে। থেমে থেমে নেতাকর্মীদের স্লোগান দিচ্ছেন। কারও হাতে জাতীয় পতাকা, আবার কারও হাতে দলীয় পতাকা রয়েছে।

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার রুমিন ফারহানাকে নিয়ে আরজে কিবরিয়ার পোস্ট
এবার রুমিন ফারহানাকে নিয়ে আরজে কিবরিয়ার পোস্ট
ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি
ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি
জামায়াতের হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ : আতাউর
জামায়াতের হাতেই স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ : আতাউর