• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
শনিবার যেসব সড়ক এড়িয়ে চলবেন, রয়েছে নির্দেশনাও বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা বাংলাদেশে চাঁদাবাজ ও দখলবাজ দেখতে চাই না: ফয়জুল করীম ফ্যাসিস্ট আ.লীগ ও তাদের দোসররা বিচার বিভাগকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে নিরাপত্তা হুমকিতে থাকা সাক্ষীকে সুরক্ষা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ শিক্ষিকা মাহফুজা খাতুনের মৃত্যু ছাত্র জনতা গণঅভ্যুত্থান স্মরণে দোয়া ও আলোচনা সভা বালুবাহী  ট্রলির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, গাড়িতে অগ্নিসংযোগ ও বিক্ষোভ ‘আজ থেকে আ'লীগের সঙ্গে কোনো সম্পর্ক নাই’ বললেন টুঙ্গিপাড়ার দুই নেতা

ফেনীতে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা

ফেনী প্রতিনিধি    ৩ আগস্ট ২০২৫, ১১:১২ পি.এম.
ফেনীতে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত। ছবি: ভিওডি বাংলা

ফেনী সদর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) শহরের একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। তিনি বলেন, “প্রতিহিংসা পরিহার করে সবাইকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার মানসিকতা তৈরি করতে হবে। রাজনীতি হোক কিংবা পেশাজীবী সংগঠন—সবক্ষেত্রে সহনশীলতা প্রয়োজন। অতীতে কিছু শিক্ষক লেজুড়বৃত্তির কারণে সমালোচনার মুখে পড়েছেন, কিন্তু আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ তাদের অবস্থান থেকে শিক্ষার মানোন্নয়নে আরও মনোযোগী হবেন।”

সভায় সভাপতিত্ব করেন ফেনী সরকারি সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা আমিন এবং সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা শিক্ষক সমিতির সভাপতি এ.টি.এম সামছুল হক চৌধুরী, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম আবদুর রহীম এবং সদর উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজী উল্যাহ।

আরও বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক মানিক চন্দ্র শীল, আয়োজক কমিটির আহ্বায়ক শরীফ মনছুর আহাম্মেদ, সহ-সম্পাদক মো. নজরুল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, মিডিয়া সম্পাদক কিশোর চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস আরা মুন্নি এবং ক্রীড়া সম্পাদক কামাল হোসেন সোহাগ।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল তার বক্তব্যে বলেন, “বিগত দিনে শিক্ষকদের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে। আমরা এই ধারা বন্ধে সচেষ্ট। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে কোনো নগ্ন হস্তক্ষেপ করবে না। শিক্ষকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার জন্মদিনে সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে সৈয়দপুরে বিএনপির মিলাদ মাহফিল
তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট
তালা উপজেলায় মরদেহ দাফনে চরম সংকট
বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন
বাজিতপুরে কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দ্বি-বার্ষিক সম্মেলন